সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভ্যাকসিন তৈরির পুরস্কার হিসেবে ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী

News Sundarban.com :
অক্টোবর ২, ২০২৩
news-image

সোমবার ঘোষণা করা হল চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপকদের নাম । করোনা ভ্যাকসিন তৈরির পুরস্কার হিসেবে ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন দুই বিজ্ঞানী কাটালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান। তারা এমন এক প্রযুক্তি তৈরি করেন, যেটি এমআরএনএ কোভিড টিকা তৈরিতে অবদান রাখে।

করোনা মহামারির সময়ে মডার্না ও ফাইজার/ বায়োনটেক টিকাগুলো এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। মহামারি শুরুর আগে এই প্রযুক্তি ছিল পরীক্ষামূলক। তবে এখন এই প্রযুক্তিতে তৈরি টিকা এখন বিশ্বের কোটি কোটি মানুষকে দেওয়া হয়েছে। ক্যানসারসহ অন্যান্য রোগের ক্ষেত্রে একই ধরনের এমআরএনএ প্রযুক্তি নিয়ে এখন গবেষণা চলছে।

আজ নোবেল কমিট ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপক হিসেবে দুই বিজ্ঞানী কাটালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান ঘোষণা করে বলছে, আধুনিক যুগে মানবস্বাস্থ্যের বড় হুমকির সময়ে এই দুই বিজ্ঞানী নজিরবিহীন হারে টিকা তৈরিতে অবদান রাখেন।