শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কাশ্মীরের নতুন উপরাজ্যপালের সন্ধান শুরু

News Sundarban.com :
আগস্ট ৬, ২০২০
news-image

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির দিনেই পদত্যাগ করলেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল গিরিশ চন্দ্র মুর্মু। বুধবার সন্ধ্যায় তিনি ইস্তফাপত্র কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন। আজ বৃহস্পতিবার তার নয়াদিল্লি ফিরে যাওয়ার কথা। এমন পরিস্থিতিতে জম্মু-কাশ্মীরের নতুন উপরাজ্যপালের সন্ধানও শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি একাধিক বিষয় নিয়ে জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল গিরিশ চন্দ্রের সঙ্গে কেন্দ্রের বনিবনা হচ্ছিল না। ২০১৮ সাল থেকে জম্মু-কাশ্মীরে ভোট থমকে আছে। রাজ্যের মর্যাদা হারানোর পরে সেখানে প্রথম বিধানসভা নির্বাচন নিয়ে বর্ষীয়ান এই প্রাক্তন আইএএস অফিসার যে পথ নিয়েছিলেন তা কেন্দ্রের পথের সঙ্গে মিলছিল না। আসন পুনর্বিন্যাস না হওয়া পর্যন্ত বিধানসভা ভোট স্থগিত রাখার পক্ষে ছিলেন গিরিশ চন্দ্র মুর্মু। ভোটের দিনক্ষণ নিয়ে তার বিভিন্ন মন্তব্যেও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিল নির্বাচন কমিশনও। -এনডিটিভি, হিন্দুস্তান টাইমস