শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১০০ দিনের কাজের টাকার জন্য দিল্লিতে রওনা দিলেন সুন্দরবনের বহু মানুষ

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৯, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না প্রাপ্য টাকা।। এর ফলে ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের অসংখ্য গরীব মানুষরা।

এবার সেই টাকা আদায়ের দাবিতে, দিল্লিতে যাচ্ছেন সুন্দরবন এলাকার কয়েকশো মানুষ। ক্যানিং, গোসাবা, বাসন্তী সহ বিভিন্ন এলাকা থেকে এই সমস্ত মানুষজন শুক্রবার দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।ক্যানিং থেকে ৩০ জনের একটি দল দিল্লির উদ্দেশ্যে রওনা হয়। মূলত ক্যানিংয়ের বিধায়ক পরেশ রাম দাসের নেতৃত্বে এই বিক্ষোভকারী দলটি দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন।

ক্যানিং থেকে সকলেই প্রথমে উপস্থিত হবেন কলকাতার ক্ষুদিরাম বসু অনুশীলন কেন্দ্রে। তারপর সেখান থেকে ট্রেনযোগে দিল্লিতে যাবেন। গ্রামের এই সমস্ত মানুষদের নিয়ে যাওয়ার সমস্ত খরচা বহন করা হচ্ছে ক্যানিং তৃণমূল ব্লক কংগ্রেসের তরফ থেকে।

জব কার্ড হাতে নিয়ে পুরুষ এবং মহিলারা এদিন রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে। এ বিষয়ে ক্যানিংয়ের বিধায়ক পরেশ রাম দাস বলেন, কেন্দ্র যে ভাবে প্রাপ্য টাকা আটকে রেখেছে তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আর তার জন্যই গ্রামের মানুষজন দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।