রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২১ সেপ্টেম্বর পঞ্চায়েত মামলা নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০২৩
news-image

পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য ঝুলে রয়েছে আদালতের রায়ের উপর। আগামী ২১ তারিখ পঞ্চায়েত মামলা নিয়ে সিদ্ধান্ত জানাবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিকে পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, এই মর্মে আদালত অবমাননার মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সহ আরও অনেকে। এখন এই সব মামলার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করবে না আদালত অবমাননার মামলা খারিজ করবে আদালত তা বোঝা যাবে আগামী ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সিদ্ধান্তের পরই।

প্রসঙ্গত, এর আগে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ভুরি ভুরি মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হওয়ার কারণে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে মোট ২৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও সিপিএমের জয়দীপ মুখোপাধ্যায়ের মামলাই মূল মামলা হিসেবে গ্রহণ করা হয়।