শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আদিত্য-এল ১-এর তৃতীয়বারের কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফল হয়েছে

News Sundarban.com :
সেপ্টেম্বর ১০, ২০২৩
news-image

সূর্যকে অন্বেষণের আকাঙ্খায় নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য-এল ১। রবিবার সৌরযানের কক্ষপথ তৃতীয়বার বদল করা হল। ভোররাত ২.৩৪ মিনিট নাগাদ ইসরো এক্স মাধ্যমে জানিয়েছে, আদিত্য-এল ১-এর তৃতীয়বারের কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে পৃথিবী থেকে আরও দূরে সরে গিয়েছে মহাকাশযানটি।

ইসরো এক্স মাধ্যমে আরও জানিয়েছে, আদিত্য-এল ১ এই মুহূর্তে ২৯৬ কিমি X ৭১,৭৬৭ কিমি কক্ষপথে অবস্থান করছে। ধীরে ধীরে পৃথিবীর মায়া ত্যাগ করছে ইসরোর সৌরযান। পৃথিবীর টানেই মোট পাঁচ বার সেটি কক্ষপথ বদল করবে। পঞ্চম বার কক্ষপথ বদলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে যাবে আদিত্য-এল ১। ইসরো জানিয়েছে, চতুর্থবার কক্ষপথ বদল হবে আগামী ১৫ সেপ্টেম্বর ভোররাত ২.০০ মিনিট নাগাদ।

আদিত্য-এল ১-এর লক্ষ্য ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল ১ পয়েন্ট। এটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরের একটি ‘হ্যালো’ পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করা যাবে। ইসরো জানিয়েছে, সূর্যের পথে আদিত্য-এল ১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, ভোররাত ০২.০০ মিনিট নাগাদ।