শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১ হাজার কোটি টাকার বেশি আয় ‘আরআরআর’ এর

News Sundarban.com :
এপ্রিল ১৮, ২০২২
news-image

এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’ এরই মধ্যে ভারতের বক্স অফিসে সর্বকালের সেরা সিনেমার তালিকায় নাম লিখিয়েছে। রামচরণ ও জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটি গত ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়া ‘আরআরআর’ বিশ্বব্যাপী ১ হাজার কোটি টাকার বেশি আয় করেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, এবার ৫০ ভাষায় ডাবিং করে ‘আরআরআর’ মুক্তি দেওয়া হবে। ‘আরআরআর’ সিনেমার হিন্দি, ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্বাধিকারী পেন ইন্ডিয়া লিমিটেডের কর্ণধার জয়ন্তীলাল গাড়া সিনেমাটির বক্স অফিস সাফল্যে যারপরনাই উচ্ছ্বসিত।

তিনি সম্প্রতি মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে সাফল্য উদ্‌যাপনে পার্টির আয়োজন করেন। হাজার কোটি টাকা আয়ের সাফল্য উদ্‌যাপনে ছিল তারার মেলা।

নির্মাতা-প্রযোজক করণ জোহর থেকে শুরু করে জাভেদ আখতার, আমির খান, তুষার কাপুর, হুমা কোরেশিসহ অনেক বলিউড তারকাই অংশ নিয়েছিলেন। ছিলেন দক্ষিণী সিনেমার অনেকে।