বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আর্থিক মন্দার প্রভাব পড়ল শিল্পোৎপাদনে, অগাস্টে শিল্পোৎপাদন সূচকসংকুচিত হল ১.১ শতাংশ

News Sundarban.com :
অক্টোবর ১১, ২০১৯
news-image

আর্থিক মন্দার প্রভাব পড়ল শিল্পোৎপাদনে। অগাস্টে তা সংকুচিত হল ১.১ শতাংশ। ২৬ মাস পর শূন্যের নীচে নামল শিল্পোৎপাদন সূচক। গত বছর অগাস্টে শিল্পোৎপাদন বৃদ্ধি পেয়েছিল ৪.৮ শতাংশ।

শুক্রবার কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, গতবছরের অগাস্টের তুলনায় ২৩টি উৎপাদন শিল্পের মধ্যে ১৫টির বৃদ্ধি শূন্যের নীচে। শিল্পোৎপাদন সূচকের ৭৭ শতাংশই নির্ভর করে উৎপাদন ক্ষেত্রের উপরে। অগাস্টে উৎপাদন ক্ষেত্র সংকুচিত হয়েছে ১.২ শতাংশ। ২০১৮ সালে ওই একই মাসে তা বৃদ্ধি পেয়েছিল ৫.২ শতাংশ। বিদ্যুৎ উৎপাদন কমেছে ০.৯ শতাংশ। ২০১৮ সালের অগাস্টে তা বৃদ্ধি পেয়েছিল ৭.৬ শতাংশ।

সবমিলিয়ে এপ্রিল-অগাস্টে শিল্পোৎপাদন বৃদ্ধি পেয়েছে ২.৪ শতাংশ। গতবছর ওই একই সময়ে তা ছিল ৫.৩%।

ইন্ডিয়া রেটিংসের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা দেবেন্দ্র কুমার পন্থ বলেন, ”৮১ মাসে শিল্পোৎপাদন সূচক সর্বনিম্ন পৌঁছেছে। ২০১৭ সালের জুনের পর তা সংকুচিত হল।”