বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো দ্বিতীয় দফার রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি

News Sundarban.com :
আগস্ট ২১, ২০২৩
news-image

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর ইউজিসি (ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন) রিপোর্ট তলব করেছিল। প্রথমবার যে রিপোর্ট পাঠানো হয়, তাতে অসন্তোষ থাকায় ফের দ্বিতীয়বারের জন্য রিপোর্ট তলব করা হয়েছিল। তাতে ১২টি নির্দিষ্ট প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল। তবে তাতেও ইউজিসি সন্তুষ্ট নয় বলেই জানা যাচ্ছে।

ফলে এবার তারা কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তৃতীয়বারের জন্য ফের রিপোর্ট তলব করা হবে ইউজিসি-র তরফে, নাকি তাদের কোনও প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে আসবে? সূত্রের খবর, সোমবার দুপুরে অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ তদন্তকমিটির বৈঠকের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন।