সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাড়োয়ায় মনোনয়নের শেষ দিন প্রবল অশান্তি, তৃণমূলের বোমাবাজি

News Sundarban.com :
জুন ১৫, ২০২৩
news-image

হাড়োয়ায় মনোনয়নের শেষ দিন প্রবল অশান্তি হয়। বিজেপি ও সিপিএম উভয় পক্ষেরই এ ব্যাপারে অভিযোগের তির তৃণমূলের দিকে।

বুধবার হাড়োয়ায় মনোনয়নপর্বে সারা দিন বাধা পান বিজেপি প্রার্থীরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার হাড়োয়ায় ১১ জন বিজেপি প্রার্থীকে থানা থেকে পুলিশ সুরক্ষা নিয়ে বিডিও অফিসে মনোনয়ন দিতে যাচ্ছিলেন বিজেপি নেতৃবৃন্দ। বিজেপি-র অভিযোগ, ঠিক সে সময় হঠাৎ করে গাড়িতে ইট বৃষ্টি শুরু করে তৃণমূল বাহিনী। গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার পাশাপাশি কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। তছনছ করা হয় গাড়ির ভেতর। গন্তব্যস্থলে যেতে বাধা দেওয়া হয় প্রার্থীদের।

অন্যদিকে সিপিএমের অভিযোগ, এ দিন হাড়োয়ায় নিষিদ্ধ বাজি ফাটিয়ে মনোনয়ন দাখিল করতে যান তৃণমূল প্রার্থী। এই নিষিদ্ধ বাজি আসলে বোমা। খোদ শাসক দলের এক কর্মী এই কথা স্বীকার করেছে। তিনি জানিয়েছেন, “ওটা নিষিদ্ধ বাজি নয়। ছোট বোমা।”