শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বাঁকুড়ার বাদুলাড়া গ্রাম

News Sundarban.com :
জুলাই ২৮, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

মোটর বাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া সদর থানার বাদুলাড়া গ্রাম। ওই গ্রামের বাসিন্দা লতিফুর রহমান বাইকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালে উত্তেজিত জনতা বাইকের চালক সহ এক মহিলা কে একটি ঘরের মধ্যে আটকে রাখে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবী, এই দুইজন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়ার ডাক্তার। এবং মদ্যপ অবস্থায় বেপরোযা ভাবে বাইক চালানোর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে লতিফুর কে ধাক্কা মারে।

এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলা কালীন ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ পোঁছলে পরিস্থিতি আরও জটিল হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা সামাল দেয় এবং গ্রামবাসীরা আটকে রাখা দুই জুনিয়ার ডাক্তারকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দুজনকে আটক করেছে। আটক জুনিয়ার ডাক্তারদের নাম সৌরভ ভৌমিক ও দেবলীনা রায় বলে জানিয়েছে পুলিশ।