সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গের বিধায়ক-মন্ত্রীদের বেতন বাড়ল ৪ গুণ

News Sundarban.com :
সেপ্টেম্বর ৭, ২০২৩
news-image

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঢালাও বেতন বাড়ল রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের। পুজোর আগে একধাক্কায় রাজ্যের বিধায়কদের বেতন বাড়ল ৪ গুন । প্রত্যেক ক্ষেত্রে ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হল। বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে নতুন বেতন হল ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হল ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হল ৫১ হাজার টাকা।

বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনকক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেতন বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ‘বাংলা দিবস’ এবং রাজ্য সঙ্গীতের প্রস্তাব পাস হয়। সেই ভোটাভুটি মেটার পরই বিধায়কদের বেতনবৃদ্ধির ঘোষণা করেন মমতা। জানান, দেশের মধ্যে বাংলার বিধায়করাই সবচেয়ে কম বেতন পান। মমতা এদিন বলেন, “চলাফেরা, দু’টো খাওয়া, সবই ওই টাকায় করতে হয়। সেটা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত।