বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সংস্কৃত ক্লাস শুরু হবে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০১৮
news-image

ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে সংস্কৃত ক্লাস শুরু হবে ৷ সপ্তাহে একদিন হিন্দি ও একদিন হবে সংস্কৃত ক্লাস। মঙ্গল ও বৃহস্পতিবার এক ঘণ্টা করে হিন্দি, সংস্কৃত ভাষা শিখতে পারবেন মার্কিন মুলুকের ভারতীয়রা, তবে বিষয়টি ভারতীয়দের মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে না। ক্লাস শুরুর দিন এখনও ঠিক হয়নি, তবে অভিনব এই ভাবনা বাস্তবায়নে দেরি করতে চাইছে না ভারতীয দূতাবাস। দূতাবাস সূত্রে খবর, ইচ্ছুক বিদেশি বা যে কোন ভাষীার মানুষই এই ভাষা শিক্ষা নিতে পারবেন। ক্লাস নেওয়ার দায়িত্বে থাকবেন এই দূতাবাসের উচ্চপদস্থ কর্মী ডক্ট মক্স রাজ। নিয়ম করে হিন্দি-সংস্কৃত ক্লাস হবে দূতাবাসের একটি কক্ষে। এক ঘণ্টা করে ক্লাস হবে বিনামূল্য়েই , ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের চত্ত্বরে একদিনের ক্লাস, ইতিমধ্যেই হিন্দি-সংস্কৃত ভাষা শিক্ষার বিজ্ঞাপনি প্রচার শুরু হয়েছে।