মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘কলকাতার তরুণী সুপারমডেল প্রতিযোগিতার বিজেতা’

News Sundarban.com :
জুন ২৭, ২০২০
news-image

ছোট থেকেই গায়ের রং নিয়ে নানান কথা শুনতে হয়েছিল বিপাশা বসুকে।  বলিউডের ‘শ্যামবর্ণা সুন্দরী’, বরাবরই এভাবেই পরিচিত হয়ে এসেছেন তিনি।  সম্প্রতি প্রসাধনী ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ থেকে ফেয়ার শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্তে বেশ খুশি বঙ্গ তনয়া। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্টে ‘শ্যামবর্ণা’ হওয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন ‘বিপস’।

প্রসাধনী ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ছবি শেয়ার করে বিপাশা লিখেছেন, ”ছোট থেকেই আমি শুনে এসেছি, সোনির থেকে বনি কালো। ওর গায়ের রং একটু চাপা না? যদিও আমার মা-ও শ্যামবর্ণা, এবং আমি তাঁর মতোই দেখতে। কিন্তু আমি ছোট থেকেই শুনতাম, বিভিন্ন আত্মীয়স্বজনরা আমার গায়ের রং নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে উঠতেন। বুঝতাম না কেন? মাত্র ১৬ বছর বয়স থেকে আমি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করি। আমি সুপার মডেল প্রতিযোগিতা জিতেছিলাম, সংবাদ মাধ্যমে হেডলাইন হল  শ্যামবর্ণা কলকাতার তরুণী সুপারমডেল প্রতিযোগিতার বিজেতা। আমি বিস্মিত হতাম, সেই আমার বর্ণনায় শ্যামবর্ণা!”