মানসিক চাপ সহ্য করতে না পেরে আতত্মঘাতী যুবক

সল্টলেকের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বেসরকারি সংস্থার কর্মী। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, সিটি সেন্টারের চারতলা থেকে ঝাঁপ দেন চন্দন মণ্ডল নামে এক ব্যক্তি। বয়স আনুমানিক ৪০ বছর। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী ছিলেন। অফিসের কাজ নিয়ে মানসিক চাপ ছিল বলে গুঞ্জন শোনা গিয়েছে। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
চন্দন মণ্ডল রবিবার দুপুরে সল্টলেক সিটি সেন্টারের রয়্যাল বিল্ডিংয়ের চতুর্থ তল থেকে পড়ে যেতে দেখেন আশেপাশের মানুষজন। তড়িঘড়ি উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন চন্দনবাবুর স্ত্রী, মা ও অন্যান্য আত্মীয়রা।
স্ত্রী প্রিয়াঙ্কার দাবি, বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন চন্দন। কর্মক্ষেত্রে তাঁর ঊর্ধ্বতন আধিকারিক বিষ্ণু মুছল মানসিক চাপ দিচ্ছিলেন বলেই দাবি করেন স্ত্রী।