বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তাল ইসরায়েল

News Sundarban.com :
জুলাই ১২, ২০২০
news-image

মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সরকারের অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। করোনার কারণে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকার সক্ষম কোনো পদক্ষেপ নিতে পারছে না- এমন অভিযোগে তেলআবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। তারা রাজধানীর রবিন স্কয়ারে মুখে মাস্ক পরে সরকারবিরোধী স্লোগান দেন তারা।

করোনাভাইরাসের কারণে ইসরায়েলে বর্তমানে বেকারত্ব বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে। বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন ইসরায়েলিরা।

আন্দোলনকারীদের বেশিরভাগই মূলত তরুণ; যাদের অধিকাংশই ক্ষুদ্র ব্যবসায়ী। তাদের দাবি, মহামারি করোনার সময়েও সরকার তাদের জন্য ঘোষিত প্রণোদনা দিতে দেরি করছে।