স্ত্রীর সঙ্গে কেনিয়ায় ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন রণবীর

দীপিকা পাড়ুকোনের সঙ্গে কেনিয়ায় ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন অভিনেতা রণবীর। ফারহান আখতারের নতুন ডন ফ্র্যাঞ্চাইজিতে ‘রোমা’র চরিত্রে নাকি দীপিকা পাড়ুকোনের কথা ভাবা হয়েছে।তারই মাঝে ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে কেনিয়ায় ছুটি কাটাতে গিয়েছেন রণবীর-দীপিকা।
কেনিয়ার ভক্তদের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গেল রণবীর-দীপিকাকে। রণবীর-দীপিকা বিচ্ছদ নিয়ে যে রটনা রটেছিল তা যে শুধুই রটনা তা আরও একবার প্রমাণ করল কেনিয়া ট্যুর।