মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জিনিস তুলে প্যাক করে তা ক্রেতার দরজায় পৌঁছে দিতে বিপুল পরিমাণ কর্মীর প্রয়োজন

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০২০
news-image

করোনায় বিশ্বজুড়ে চাকরি হারাচ্ছে লাখ লাখ মানুষ। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির প্রায়। কিন্তু আমাজনের ব্যাপারটা উল্টো। ঘরবন্দি মানুষের অনলাইনে কেনাকাটা বৃদ্ধিতে ফুলে ফেঁপে উঠেছে কোম্পানিটি। সম্প্রতি এক লাখ কর্মী নিয়োগ দেয়ার কথা ঘোষণা দিয়েছে তারা। কোম্পানির নিয়োগ পরিকল্পনা সংক্রান্ত খবরে জানা গেছে, জিনিস তুলে প্যাক করে তা ক্রেতার দরজায় পৌঁছে দিতে বিপুল পরিমাণ কর্মীর প্রয়োজন তাদের।

শেষ ত্রৈমাসিকে আমাজনের বিক্রির পরিমাণ বেড়েছে ৪০ শতাংশ। গত ২৬ বছরের ইতিহাসে এটাই সর্বাধিক বৃদ্ধি। আমাজনের যুক্তরাষ্ট্র ও কানাডা শাখায় প্রচুর ফুল টাইম ও পার্ট টাইম চাকরির পর খালি হয়েছে। চলতি মাসে যে শতাধিক ওয়ার হাউসের কাজ চলছে, তাতে অসংখ্য কর্মীর প্রয়োজন। কোম্পানির বিশ্বব্যাপী গ্রাহকের চাহিদা সংক্রান্ত বিষয়ক ভাইস প্রেসিডেন্ট বোলার ডেভিস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সুরক্ষার কথা মাথায় রেখে সার্বিক অগ্রগতির লক্ষ্যে আমরা যাবতীয় ব্যবস্থা নেব।’

তিনি বলেন, এক লাখ কর্মসংস্থানের পাশাপাশি শীতকালীন ছুটির জন্যও কোম্পানির কী পরিমাণ কর্মী প্রয়োজন, তারও হিসেব নিকেশ করা হচ্ছে।