রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূল নেতাকে খুন করার চক্রান্ত, অগ্নিসংযোগ, উত্তপ্ত বাসন্তী

News Sundarban.com :
আগস্ট ১০, ২০২৩
news-image

বিশ্লেষণ মজুমদার,বাসন্তী – আবারও উত্তপ্ত হয়ে উঠলো বাসন্তী।প্রকাশ্য দিনের বেলায় তৃণমূলের এক নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ উঠলো আরএসপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা এলাকায়।

জানা গিয়েছে চায়ের দোকানে বসে চলছিল আলাপ-আলোচনা।আচমকা তখনই প্রাক্তন প্রধানের গলায় ধারালো অস্ত্র(ক্ষুর)দিয়ে আঘাত করে এলাকারই কয়েকজন যুবক। যারা মুলত আরএসপি আশ্রিত সমাজবিরোধী বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।আহত হয়েছেন বাসন্তীর প্রাক্তন প্রধান শ্রীদাম মন্ডল।বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সোনাখালী এলাকায়।আশাঙ্কা জনক অবস্থায় তৃণমূলের ওই প্রাক্তন প্রধানকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন বাসন্তী ব্লকের বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন চলছিল। সেখানেই দীর্ঘক্ষণ ছিলেন বাসন্তীর প্রাক্তন প্রধান শ্রীদাম মন্ডল।শ্রীদাম মন্ডল সেখান থেকে বেশ কিছুক্ষণের জন্য চায়ের দোকানে গিয়েছিলেন চা খেতে। আর সেখানে কয়েকজন যুবকের সঙ্গে হঠাৎই রাজনৈতিক বিষয় নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। তার মধ্যে এক যুবক শ্রীদাম মন্ডল কে লক্ষ্য করে ধারালো অস্ত্র(ক্ষুর) দিয়ে একাধিক কোপ মারে তাঁর গলায়।মুহূর্তে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চায়ের দোকানের মধ্যেই। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে বাসন্তী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা।বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এরপর উত্তেজিত জনতা অভিযুক্ত রাহিদ খান নামে ওই যুবকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। কিন্তু তৃণমূলের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরে পুলিশ এবং স্থানীয় মানুষজন ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার বাড়িতে আগুন নেভানোর চেষ্টা করে তৎপরতার সাথে।এমনকি বালতি করে হোগল নদী থেকে জল তুলে আগুন নিয়ন্ত্রণে আনার কয়েক ঘন্টার মধ্যে দকমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।শুরু হয় প্রবল বৃষ্টি।আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন শ্রীদাম।বাসন্তী পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৯। তৃণমূল কংগ্রেস একক ভাবে ২৬ টি তে জয় পেয়েছে। অন্যদিকে বিরোধীরা পেয়েছে ৩ টি আসন।বুধবার নতুন বোর্ডের প্রধান হয়েছেন তাঁর স্ত্রী পারুল মন্ডল।উপপ্রধান হয়েছেন রইচ আলি মোড়ল।

তৃণমূলের তরফ থেকে স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল বলেন ‘উন্নয়ণ কে সহ্য করতে না পেরে আমাদের দলের কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেছে আরএসপি আশ্রিত দুষ্কৃতিরা।অবিলম্বে দুষ্কৃতিরা যাতে গ্রেফতার হয় সে বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছি।’

অন্যদিকে আরএসপির বাসন্তী প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর বলেন ‘নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে এর সঙ্গে আরএসপির কোন যোগ নেই।’

ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক দিবাকর দাস জানিয়েছেন ‘দুষ্কৃতিদের ছুরির আঘাতে একজন জখম হয়েছেন।ঘটনার তদন্ত চলছে।কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের ধরতে এলাকায় চিরুনী তল্লাশি অভিযান চলছে।’