বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাস ও ভৈরব নদীর উপর দ্বিতীয় রেল সেতুর উদ্বোধন করবেন মোদী ও হাসিনা

News Sundarban.com :
অক্টোবর ৩০, ২০১৭
news-image

দেশ ভাগের আগে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ১২টি রেলপথের সংযোগ ছিল। এই পথগুলোকে পুনরুজ্জীবিত করতে হাতেকলমে কাজ শুরু হয়েছে। তাছাড়া তিতাস ও ভৈরব নদীর উপর দ্বিতীয় রেল সেতুর কাজ প্রাষ় সম্পূর্ণ হয়ে গেছে। এই সেতু আগামী কিছুদিনের মধ্যে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্য দিয়েছেন ত্রিপুরা সফররত বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবল হক।
বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবল হক জানান, দেশ ভাগ হয়ে পাকিস্তান নামের দেশ গঠন হওয়ার পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে রেলপথের সংযোগগুলি বন্ধ হয়ে যায়। বর্তমানে ভারতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার আসার পর পুনরায় ১২টি রেল সংযোগ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আখাউড়া-আগরতলা রেল লাইনে ভারতীয় অংশের কাজ শুরু হয়েছে। তিনি জানান, কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অংশেও কাজ শুরু হবে। ভারত সরকারের টাকায় পরিচালিত হচ্ছে এই প্রকল্পের কাজ। ইতিমধ্যে বাংলাদেশ সরকার প্রকল্পের তহবিলও হাতে পেয়ে গেছে। বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবল হক আরও জানান, তিতাস ও ভৈরব নদীর উপর দ্বিতীয় রেল সেতু নির্মিত হয়েছে ভারতীয় অর্থানুকূল্যে।