শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়দিনের আগে ঠান্ডা পড়তে চলেছে এবার জাঁকিয়ে

News Sundarban.com :
ডিসেম্বর ১৯, ২০১৮
news-image

ফেতাইয়ের প্রভাব কাটতেই স্বাভাবিক ছন্দে শীত। সকাল থেকেই উত্তুরে হাওয়ার দাপট। বেশ কনকনে ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। বুধবার রাতে তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। নিম্নচাপ কেটে যাওয়ায় তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্ণিঝড় ফেতাইয়ের প্রভাবে মঙ্গলবার সারাদিন ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,আজ বুধবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। জাঁকিয়ে শীত পড়ার পথে এতদিন বাধা ছিল ঘূর্ণাবর্ত। সেই বাধা কেটে গিয়েছে। ফলে বড়দিনের আগে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে।