রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের রাজ্য এবং রাজ্যপালের সংঘাত, বন্দিমুক্তি সংক্রান্ত ফাইল নবান্নে ফেরত পাঠালেন সিভি আনন্দ বোস

News Sundarban.com :
আগস্ট ৫, ২০২৩
news-image

রাজ্য এবং রাজ্যপালের সংঘাতে হল নয়া মোড়। এবার বন্দিমুক্তি নিয়ে সরাসরি রাজ্যের সঙ্গে সংঘাতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বন্দিমুক্তি সংক্রান্ত ফাইল নবান্নে ফেরত পাঠালেন তিনি।

রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে ফাইল পাঠানো হয় রাজভবনে। কোন বন্দির মুক্তি, কোন যুক্তিতে মুক্তি, তার ব্যাখ্যা চেয়ে পাঠালেন তিনি। এর ফলে আবারও রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের টানাপোড়েন সামনে চলে এল।

১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের আগে ৭১ জন বন্দির মুক্তির সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রাজ্যের জেলে বন্দি ১৬ জন বিদেশি বন্দির মুক্তির প্রস্তাবও রয়েছে। সেই নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে ফাইল পাঠানো হয় রাজভবনে। সেই ফাইলই ফের নবান্নে ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল বোস।

প্রতি বছরই ১৫ অগাস্ট এবং ২৬ জানুয়ারির আগে বন্দিমুক্তির প্রচলন রয়েছে। এবারও ১৫ অগাস্টের আগে রাজ্যের জেলে বন্দি বেশ কয়েকজন বন্দিদের মুক্তির একটি তালিকার ফাইল রাজভবনে পাঠানো হয় রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকে। সেই ফাইলই এবার ফেরত পাঠালেন রাজ্যপাল। কোন বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে, কোন যুক্তিতে তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে কৈফেয়ত দাবি করলেন তিনি।