বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসাধু বাবাদের কাণ্ডকারখানা ঠেকাতে পরিচয়পত্র!

News Sundarban.com :
সেপ্টেম্বর ১১, ২০১৭
news-image

সঠিক ‘বাবা’ চেনাতে এবার সচিত্র ‘সাধু’ পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত হিন্দু ধর্মগুরুদের শীর্ষ সংগঠনের? সৌজন্যে অবশ্যই গুরমিত রাম রহিম সিংহের সাম্প্রতিক জেলগমন। তবে রাম রহিম সিংই শুধু নন; আরও অনেক স্বঘোষিত বাবাকে নিয়েও এর আগে যৌন কেলেঙ্কারি বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এতে তোপের মুখে পড়তে হয় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনকেও। কারণ ওই ‘বাবাদের’ অনেকের সঙ্গেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সুসম্পর্ক নানাভাবে প্রকাশিত।

তাই অসাধু বাবাদের কাণ্ডকারখানা থেকে সাধু বাবাদের ইমেজ বাঁচাতে অখিল ভারতীয় আখড়া পরিষদ পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, আখড়া পরিষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিশ্ব হিন্দু পরিষদ। সঙ্ঘ পরিবারের অংশই বলা যায়।

এ প্রসঙ্গে সুরেন্দ্র জৈন বলেন, ‘দু’একজন অ-সাধুর জন্য সবার বদনাম হয়ে যাচ্ছে। এ বিষয়টিতে নজর দিতে হবে। পরিষদ যাদের পরিচয়পত্র দেবে তারাই স্বীকৃতি পাবেন।’

তিনি জানান, এখন থেকে সাধুদের জীবনযাত্রা ও কাজকর্মের দিকেও নজর রাখবে পরিষদ।

জৈন আরও জানিয়েছেন, কোনও সাধু তথ্য দেওয়ার পর সেগুলো পরীক্ষা করে দেখা হবে। এ বিষয়ে কোনও অসঙ্গতি ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দবাজার