শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কাকদ্বীপের এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির ডেপুটেশন

News Sundarban.com :
আগস্ট ৭, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ: কাকদ্বীপের এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির ডেপুটেশন ও ঘেরাও কর্মসূচি। আজ শুক্রবার বিকেলে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টি ডেপুটেশন দেন‌। ঘোড়ামারার বিজেপি সম্পাদক গৌতম পাত্রের মৃত্যু এবং বিজেপির কাকদ্বীপ মন্ডলের প্রেসিডেন্ট গোপাল দাসকে জেলে আটকে রাখার প্রতিবাদে বিজেপির নেতাকর্মীরা ডেপুটেশন ও থানা ঘেরাও করেন। হাজার জনের বেশি বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে।

অন্যদিকে ‘আরনয় অন্যায়’ এই শ্লোগানে বিজেপি নেতা কর্মীরা রায়দিঘিতে পথসভাও করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা। এই প্রসঙ্গে সাগর বিধানসভার মন্ডল ফাইবের সেক্রেটারি বিপ্লব নায়েক বলেন, বর্তমান সরকার যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তার হাত থেকে আমাদের মথুরাপুর সাংগঠনিক জেলাও রক্ষা পায়নি। ঘোড়ামারা অঞ্চলের গৌতম পাত্রকে বলিদান দিতে হলো। আমাদের বিজেপি কর্মী গোপাল দাস কে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে আটকে রাখা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই। এগুলো সব জনগণ দেখছেন। ২০২১ এর বিচার হবে।