সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কঠোর নিরাপত্তার মধ্যে চলছে অমরনাথ যাত্রা

News Sundarban.com :
জুলাই ৩১, ২০২৩
news-image

জম্মু ও কাশ্মীরের ভগবতীনগর বেস ক্যাম্প থেকে সোমবার ভোরে প্রায় ১,৫০০ অমরনাথ তীর্থযাত্রীদের দলটি বালতাল এবং পহেলগাও বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। বালতাল ও পহেলগাও রুটের পথ ধরে তাঁরা অমরনাথের পবিত্র গুহায় পৌঁছবেন। অমরনাথ যাত্রার ত্রয়োদশতম দিনে পূজার্চনা করেছেন প্রায় ৭ হাজার পুণ্যার্থী।

এ বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল গত ১ জুলাই, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আবহাওয়া এখন অনুকূল রয়েছে, প্রচন্ড উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভগবান শিবের শিবলিঙ্গ দর্শন করছেন পুণ্যার্থীরা। সোমবার ১,৫০০ জন অমরনাথ যাত্রী পবিত্র গুহার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ১,৫৫০ জনের মধ্যে ১,১৬৫ জন পুরুষ, ৩৫৪ জন মহিলা, ৭টি শিশু, ১৯ জন সাঁধু ও ৫ জন সাধ্বী।