সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মণিপুর কান্ডে রাজপথে নেমে ধিক্কার মিছিল করলো ক্যানিং ১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস

News Sundarban.com :
জুলাই ২৭, ২০২৩
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – মণিপুরে নারী নির্যাতন কান্ড নিয়ে এবার সোচ্চার হয়ে ধিক্কার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো তৃণমূল কংগ্রেসের মহিলা বাহিনী।বুধবার সকালে ক্যানিং ১ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে এক ধিক্কার মিছিল হয়।মিছিলে আওয়াজ উঠলো ‘জিতেগা জিতেগা,ইন্ডিয়া জিতেগা’।

ক্যানিং হাসপাতাল মোড় থেকে ধিক্কার মিছিল শুরু হয়।মিছিল শেষ হয় ক্যানিং বাসষ্ট্যান্ডে।মিছিলে কয়েক হাজার মহিলা অংশগ্রহণ করেন।মিছিলের নেতৃত্ব দেন।মিছিলের নেতৃত্ব দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।অন্যান্যদের মধ্যে ছিলেন ক্যানিং ১ ব্লক যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু,জেলা পরিষদ সদস্য সুশীল সরদার,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি অনিমা মিস্ত্রী সহ অন্যান্যরা।এদিন মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুত্তলিকায় আগুন দিয়ে পোড়নো হয়।

বিধায়ক পরেশ রাম দাস জানিয়েছেন,প্রধানমন্ত্রী ইন্ডিয়া জোট কে ভয় পেয়ে ভুল বকতে শুরু করেছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদাররা দিশেহারা। পশ্চিমবঙ্গকে মণিপুর তৈরী করতে চাইছে।বাংলার মানুষ সেটা হতে দেবে না।সাধারণ মানুষ যে ভাবে সংঘবদ্ধ হয়েছেন তাতে করে আগামী ২০২৪ এ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবেই।নরেন্দ্র মোদী গোদীচ্যুত হবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা।’

অন্যদিকে তৃণমূলের এমন কর্মসূচী কে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য নেতা সঞ্জয় কুমার নায়েক। তিনি বলেছেন, ইন্ডিয়া জোট নিয়ে বাংলার বুকে তৃণমূল যতই লম্ফঝম্ফ করুক না কেন ২০২৪ এ ফলাফল শূণ্যই হবে। কারণ বাংলার বুকে তৃণমূল কংগ্রেস যে ভাবে ভয়ানক সন্ত্রাস চালাচ্ছে সাধারণ মানুষ জবাব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে।’