শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে আন্টার্টিকাতেও থাবা বসালো করোনা

News Sundarban.com :
ডিসেম্বর ২৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: অবশেষে আন্টার্টিকাতেও থাবা বসালো করোনা। করোনা সংক্রমণ থেকে রেহাই মিলল না আন্টার্টিকার। সাতমহাদেশ এই ছড়িয়েছে এই সংক্রমণ। গত বছরের শেষের দিকে চীনের সংক্রমণ ছড়ানো শুরু হয়েছিল। ধীরে ধীরে তা গোটা বিশ্বে প্রভাব বিস্তার করে। বাকি ছিল শুধু আন্টার্টিকার। এবার সেখানেও ছড়ালো সংক্রমণ।

সূত্রের খবর চিলির একটি গবেষণা কেন্দ্রের ৩৬ জন এই চিনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ২৬ জন সেনা এবং দশজন রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত।
করোনা ভাইরাসে আক্রান্তদের আন্টার্টিকা বেস থেকে চিলির পুন্তা আরেনাসে নিয়ে যাওয়া হয়েছে। এরা সকলেই আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর ওই গবেষণা কেন্দ্রে রসদ নিয়ে আসা একটি জাহাজের তিনজন ক্রুয়ের করোনা পরীক্ষা করা হয়েছিল তাদের সকলেরই রিপোর্ট পজেটিভ এসেছে। সংক্রমণ ছড়াতে এই আন্টার্টিকার সমস্ত বড় গবেষণা প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে।