শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর

News Sundarban.com :
মার্চ ১৫, ২০২০
news-image

 

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -সুন্দরবন জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর।মৃতের নাম বাসুদেব মন্ডল(৫২)।
ঘটনাটি ঘটেছে রবিবার সকালে প্রত্যন্ত সুন্দরবনের মরীচঝাঁপীর চিলমারি জঙ্গলের দুয়ালাখাল এলাকায়।মৃত মৎস্যজীবীর বাড়ী গোসাবা ব্লকের কুমীরমারি গ্রাম পঞ্চায়েতর কুমীরমারি গ্রামে। স্থানীয় সুত্রে জানাগেছে অভাবের তাড়নায় প্রায় প্রতিদিন সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যেতেন মৎস্যজীবি বাসুদেব মন্ডল ও তার সঙ্গীসাথীরা।ফিরেও আসতেন। অন্যান্য দিনের মতো দুজন সঙ্গী নিতাই গায়েন ও রোহিনী গায়েন কে সঙ্গে নিয়ে নৌকা বেয়ে রবিবার সকালে সুন্দরবনের জঙ্গল লাগোয়া মরীচঝাঁপীর চিলমারি জঙ্গলের দুয়ালা খালে মাছ কাঁকড়া ধরতে যায়।
এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ সুন্দরবনের দুয়ালা খালে মাছ কাঁকড়া ধরতে ধরছিলেন আপন মনে। ঠিক সেই মুহূর্তে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে বাসুদেবের উপর।মুহূর্তে তার ঘাড়ে কামড় দিয়ে পিঠে তুলে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ।সঙ্গীকে চোখের সামনে বাঘ আক্রমণ করেছে দেখতে পেয়ে রোহিনী গায়েন ও নিতাই গায়েন নৌকার হাল আর কাঁকড়া ধরার শিক দিয়ে বাঘের সঙ্গে লড়াই শুরু করে সঙ্গী কে বাঁচানোর জন্য।ততক্ষনে বাসুদের বাম পা টি খেয়ে ফেলে ক্ষুধার্ত বাঘ।এরপর সেই ভয়ঙ্কর দৃশ্যের সামনে সঙ্গীকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে দুই সঙ্গী।বাঘ ও সহজে তার শিকার ছাড়তে রাজী নয়। ক্ষুধার্ত বাঘের সাথে দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট লড়াই করে দুই সঙ্গীসাথী। অবশেষে বেগতিক বুঝে বাঘ রণে ভঙ্গ দেয়। শিকার ছেড়ে প্রাণ ভয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়েও যায় ক্ষুধার্ত বাঘ। এরপর দুই সঙ্গী বাসুদেব কে নৌকায় তোলে। তড়িঘড়ি নৌকার বৈঠা বেয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ পথ নৌকা বেয়ে আসার জন্যই নদীতেই মৃত্যু হয় জখম বাসুদেবের।অবশেষে দীর্ঘপথ নদীপথ অতিক্রম করে বাসুদেবের মৃতদেহ নিয়ে কুমীরমারি গ্রামে ফেরেন সঙ্গীরা। গ্রামের বাড়ীতে বাসুদেবে মৃতদেহ পৌঁছাতেই বাসুদেবের স্ত্রী গীতা মন্ডল,ছেলে পবিত্র মন্ডল ও মেয়ে পম্পা মন্ডল শোকে বিহ্বল্য হয়ে পড়েন।গ্রামে নেমে আসে শোকের ছায়া।