শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিরাট কর্মসংস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
জুলাই ২১, ২০২৩
news-image

শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিরাট কর্মসংস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা দিচ্ছে না কেন্দ্র, এই দাবি করেও সরব হন তিনি। বলেন, কেন্দ্র টাকা না দিলেও গরিব মানুষের কথা ভেবে বাংলা নিজের অর্থে ১০০ দিনের প্রকল্প শুরু করবে।

একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১০০ দিন না হোক ৪০-৪৫ দিন কাজ করাতেই পারি। আমরা বাংলার টাকায় নিজেদের ১০০ দিনের কর্মসূচি শুরু করার কথা ভাবছি। এর নাম দেব খেলা হবে। এতে কর্মসৃষ্টি হবে। বাংলার গরিব মানুষদের কথা ভেবে এই উদ্যোগ।” অর্থাৎ ১০০ ধাঁচে বাংলাতেও এবার নতুন উদ্যোগ নেওয়ার কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার তা স্পষ্ট।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার ‘আর্থিক বঞ্চনা’-র অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ‘বাংলার প্রাপ্য আদায়ে’ দিল্লির রাজপথে গিয়ে লড়াই হবে এই বার্তা আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই আন্দোলনের রূপরেখাও একুশের মঞ্চ থেকে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।