বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টিকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার দিলীপ ঘোষের

News Sundarban.com :
জুন ২৭, ২০২৩
news-image

শিল্পা মাইতি, কাকদ্বীপ: আজ সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুরে দলের কর্মীদে সঙ্গে চা-‌চক্রে যোগ দেন। এদিন চক্রে যোগ দেওয়ার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত প্রচার নিয়ে দিলীপ ঘোষ বলেন,‘‌ মমতাকে পঞ্চায়েতে নামতে হচ্ছে কারণ তাঁদের নেতাদের কেউ বিশ্বাস করছেন না। পাবলিক ক্ষেপে আছে। ইনি পাবলিকের হাতে পায়ে ধরে গল্প করে ম্যানেজ করবেন। গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন। লোক যদি আবার ভুল করে ভোট দেয় তাহলে লুটপাট, খুনখারপি হবে।’‌

অভিষেকের নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ করে দিলীপ বলেন,‘‌ জনজোয়ার যদি সত্যি সত্যি হত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হত না। দেখতে গেছিলেন জোয়ারটা কোথায়। নিজের পার্টির লোকেরা মারপিট করেছে। পাবলিক চোর চোর করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, এবার এত সহজ হবে না।’‌

রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপাল বৈঠক,‘‌ স্বাভাবিক কাজ আছেন। আই কাজটা নির্বাচন কমিশনের। কিন্তু মনোনয়ন করতে দিচ্ছে না। তাই মানুষ রাজ্যপাল ও কোর্টে যাচ্ছে। মানুষ কোর্টে কেন যাবে। মানুষ কমিশনকে ভরসা করতে পারছে না।’‌

গতকাল শুভেন্দু ফের পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন, সে প্রসঙ্গে দিলীপ বলেন,‘‌ পুলিশ নিরপেক্ষ কাজ করবে এটা আমরা সবাই চাই। পুলিশ চাইলে তবে শান্তিতে নির্বাচন হবে। কিন্তু পুলিশের সামনে আমাদের কর্মীদের মারছে। পুলিশ গুন্ডাদের না ধরে আমাদের লোকেদের কেস দিচ্ছে। পুলিশ নিরপেক্ষ নয়। পুলিশের সামনে অন্যায় অত্যাচার হচ্ছে।’‌