শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রুখতে চুড়ান্ত সিদ্ধান্ত নিল কেরালার সরকার

News Sundarban.com :
জুলাই ১০, ২০২০
news-image

কেরালার একটি উপকূলীয় গ্রামে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। কোনোরকম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই বাসিন্দারা যে যার মতো করে ঘর থেকে বের হচ্ছে।এই পরিস্থিতিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি রুখতে চুড়ান্ত সিদ্ধান্ত নিল কেরালার সরকার ৷ করোনা রুখতে নামানো হলো কমান্ডো বাহিনী ৷

পুনথুরায় জোরকদমে করোনা পরীক্ষার পাশাপাশি মোতায়েন করা হয়েছে ২৫ জনের কমান্ডোর একটি দল ৷ গোটা গ্রাম এখন তাদের নজরদারিতে ৷ অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরলে ও করোনা বিধি না মানলেই ঘাড় ধরে নিয়ে যাওয়া হচ্ছে কোয়ারেন্টাইনে ৷

কমান্ডো মোতায়েনের আগেই গ্রামবাসীদের সতর্ক করে মাইকিংও করা হয় ৷ অপ্রয়োজনীয় কারণে বাড়ি থেকে বেরিয়ে ঘোরাঘুরি করলেই তুলে নিয়ে যাবে কম্যান্ডো ৷

বিজয়ন সরকারের তরফে জানানো হয়েছে, গত ৫ দিনে প্রায় ৬০০ জনের করোনা পরীক্ষা হয়েছে এই গ্রামে। যার মধ্যে ১১৯ জনের পজিটিভ এসেছে। পুনথুরা গ্রামে বেশ কয়েকজন করোনা সুপার স্প্রেডার রয়েছেন বলে অনুমান ৷ কোনও এক ব্যক্তির থেকে ৬ জন বা তার বেশি লোক করোনা আক্রান্ত হলেই তাকে ‘সুপার স্প্রেডার’ বলা হয় ৷ এই গ্রামের অধিকাংশের জীবিকা মাছ ধরা ৷-zee