সোমবার, ২২শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোনয়নের শেষ দিনে রণক্ষেত্র বীরভূম

News Sundarban.com :
জুন ১৫, ২০২৩
news-image

শেষ দিনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার-রণক্ষেত্র বীরভূম৷ দিকে দিকে বিরোধীদের মনোনয়নে বাধা, মারধর, পথ আটকানো৷ ১৪৪ ধারা ভঙ্গ করে ব্লক অফিসের সামনেই তৃণমূল নেতা-কর্মীদের জমায়েত৷ বিজেপির সাংগঠনিক সভাপতিকে গাড়ি থেকে নামিয়ে মার, সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর, ভাটল মাথা, আক্রান্ত সাংবাদিক৷ তৃণমূলীদের হাত থেকে বাদ যায়নি বিশ্বভারতীর ছাত্রীও৷ পুলিশ-প্রশাসন কার্যত ব্যর্থ৷

মনোনয়নের শেষ দিনে জাত চেনালো অনুব্রত মণ্ডলের গর বীরভূম জেলা৷ পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই তৃণমূল নেতা-বিধায়কদের মুখে শোনা গিয়েছিল, কোথাও বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া যাবে না৷ গণতন্ত্রের উৎসবে সকলেই অংশ নিতে পারবে৷ সেই মত জেলার দিকে দিকে বিরোধীরা মনোনয়ন পত্র দাখিল করছিল৷ বুধবার তৃণমূল-কংগ্রেস মনোনয়ন পত্র দাখিল করার পরেই দৃশ্যটা বদলে গেল৷ শেষ দিনের মনোনয়নে উত্তাল বীরভূম৷