মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পঞ্চায়েত নির্বাচন: পাঁচ রাজ্য থেকে সশস্ত্র পুলিশ চাইল নবান্ন

News Sundarban.com :
জুন ১৫, ২০২৩
news-image

পঞ্চায়েত নির্বাচন হবে এক দফায়। স্বাভাবিক ভাবেই প্রয়োজন বিশাল পুলিশ বাহিনীর। তাই আরও ৫ রাজ্যের কাছে পুলিশ চাইল পশ্চিমবঙ্গ। নবান্ন সূত্রে খবর এমনটাই।

জানা গিয়েছে, রাজ্যের স্বরাষ্ট্র দফতর ফের চিঠি দিয়েছে ৫ রাজ্যের পুলিশ চেয়ে। চিঠি পাঠানো হয়েছে বিহার, তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং ওড়িশা সহ ৫ রাজ্যে। এও জানতে চাওয়া হয়েছে, কত সংখ্যক পুলিশ পাঠাতে ওই রাজ্যগুলি সমর্থ। এই বিষয়ে বিশেষ নজর দিয়েছেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিব। চলছে সমন্বয়। উল্লেখ্য, এর আগেও ৪ রাজ্যে চিঠি পাঠিয়েছিল নবান্ন।

গত ১৩ জুন ৭ জেলাকে স্পর্শকাতর চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। স্পর্শকাতর জেলা হিসেবে কমিশন চিহ্নিত করেছে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হুগলি ও জলপাইগুড়িকে।