শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, দুপক্ষের সংঘর্ষে জখম ১০

News Sundarban.com :
মে ২৬, ২০১৮
news-image

পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিন২৪ পরগনা জেলার বাসন্তী ব্লক। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তীতকুমার গ্রামে আচমকা দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারামারি বেধে যাওয়ায় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়Iসাথে চলে ব্যাপক বোমাবাজিI ঘটনায় দুপক্ষের মোট ১০জন আহত হয়েছেনI ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছেI
পঞ্চায়েত ভোটের পর কয়েকদিন এলাকায় তৃনমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও শুক্রবার দুপুর থেকে ফের উত্তেজনা পারদ ছড়ালো এলাকায়I এদিন দুপুরে এক তৃনমূল কর্মীকে লক্ষ্য করে যুবতৃনমূল কর্মীরা কটাক্ষ করলে তার প্রতিবাদ করেন তৃনমূল কর্মীরাI এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়ে যায়I এরপর একে ওপরের দিকে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে নেমে পড়েI ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়I কিছুক্ষণের মধ্যেই বোমাবাজি শুরু করে দুপক্ষI খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী চলে আসে ঘটনাস্থলেI অভিযোগ সেই সময় পুলিশের সামনেই তৃনমূল কর্মীদের ব্যাপক মারধর করে যুব তৃনমূল কর্মীরাI তৃনমূল কর্মীদের দাবি  পঞ্চায়েত ভোটে এই সব যুব তৃনমূল কর্মীরা দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিলেনI নিজেরা ও নির্দল প্রার্থীর সমর্থনে ভোট প্রচার থেকে শুরু করে ভোট লুট সবই করেছেI ভোট পর্ব মিটে যেতেই আবার তৃনমূল কংগ্রেসে ঢুকে তৃনমূল কর্মীদের উপর হামলা করছেI অন্যদিকে যুব তৃনমূল কর্মীদের দাবি এদিন দুপুরে আচমকা তৃনমূল কর্মীরা তাদের লক্ষ্য করে কটুক্তি করেI সেই ঘটনার প্রতিবাদ করলেই আমাদের উপর চড়াও হয়ে হামলা করেI
এই ঘটনায় এক তৃনমূল কংগ্রেসের মহিলা পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য লক্ষ্মী সরদার,নির্মল হালদার,রবীন হালদার,শৈলেন হালদার বেশ কয়েকজন মহিলা ও জখম হয়েছেনI ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও আতঙ্ক থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।