ভিড়ে ঠাসা রাস্তায় নিজেই নিজের গলার নলি কাটলেন যুবক

ভিড়ে ঠাসা রাস্তায় দাঁড়িয়ে নিজের গলার নলি নিজেই কাটলেন যুবক। শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম রামকৃষ্ণ মোহন্ত। তিনি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা। তিন সন্তানও রয়েছে তাঁর। দিল্লিতে আগে কাজ করতেন। দিনকয়েক আগে নিজের বাড়িতে ফেরেন। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন বছর বত্রিশের ওই যুবক, তা এখনও জানা যায়নি।
পুলিশ ঘটনার তদন্ত করছে। এ দিন জলপাইগুড়ির ময়নাগুড়ি রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। তাঁর হাতে ছিল কাচের টুকরো। কিছু বুঝে ওঠার আগে ওই কাচের টুকরো দিয়ে নিজের গলায় আঘাত করেন তিনি। রক্তে ভেসে যায় গোটা শরীর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন যুবক।