শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি ৫৭ শতাংশ পাকিস্তানি : পাকিস্তানি গবেষণা সংস্থা

News Sundarban.com :
এপ্রিল ১৫, ২০২২
news-image

পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি বেশির ভাগ পাকিস্তানি। পাকিস্তানি গবেষণা সংস্থা ‘গ্যালাপ পাকিস্তানের’ একটি জরিপ এমনটি জানিয়েছে।

টেলিফোনের মাধ্যমে জরিপ চালায় গ্যালাপ পাকিস্তান। যেখানে পাকিস্তানের ১০০ জেলায় এক হাজারের বেশি নারী ও পুরুষ অংশ নেয়। জরিপে দেখা যায়, ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি ৫৭ শতাংশ পাকিস্তানি। আর ৪৩ শতাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।

জরিপে বলা হয়, ইমরানের ক্ষমতা হারানোয় খুশি হওয়া বেশির ভাগ লোকের অভিযোগ, প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট তারকার শাসনামলে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অক্ষম ছিল। আর যারা অখুশি তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মনে করেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান একজন সৎ ব্যক্তি ছিলেন।