বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবির 

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৮, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: – বিদ্যাদেবী কে সামনে রেখে রক্তদান উৎসবে মেতে উঠলেন স্থানীয় এক ক্লাবের সদস্যরা।সরস্বতী পুজো উপলক্ষে বৃহষ্পতিবার সকালে এক রক্তদান উৎসবের আয়োজন করেছিল ক্যানিংয়ে ২ নম্বর দিঘীরপাড় এলাকার সূর্যোদয় সংঘ।প্রথম বর্ষের রক্তদান উৎসবে এলাকার ৫৫ জন মহিলা সহ মোট ৮২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এলাকার ৪৫ জন অসহায় দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং থানার আইসি আতিবুর রহমান,ক্লাব সভাপতি তপন নস্কর সহ অন্যান্য বিশিষ্টরা।

সূর্যোদয় সংঘের সম্পাদক গৌতম মন্ডল জানিয়েছে “করোনা চলাকালী সমস্ত কিছুই বিপর্যের মদ্যে পড়েছিল। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীরা রক্ত সংকটের জন্য রক্ত না পেয়ে মরণাপন্ন অবস্থায় পড়েছিলেন।তাছাড়া রর্তমানে শীত প্রায় উধাও। শুরু হয়েছে গরম।

রক্ত সংকট দেখা দিতে পারে এবং সমস্যা পড়তে হতে পারে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কে। যাতে করে রক্তের জন্য কোন প্রকার অসুবিধা না হয় তার জন্য বিদ্যাদেবী কে সামনে রেখে আমরা এই সমাজসেবামূলক কাজে ব্রতী হয়েছি”।

আরও দেখুন