রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইয়াস বিধ্বস্ত প্রত্যন্ত সুন্দরবনে মাছ চাষে গড়ে উঠবে স্বনির্ভর গ্রাম

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০২১
news-image

বিশ্লেষণ মজুমদার,ক্যানিং – একের পর এক প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময়ে আছড়ে পড়েছে সুন্দরবনের উপর।লন্ডভন্ড করে ছারখার করেদিয়েছে।ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বহু গ্রাম।আর সেই আর্থিক ভাবে পিছিয়ে পড়েছে সুন্দরবনের প্রান্তিক কৃষকরা। বিপদের মধ্যে পড়ছেন গ্রামের প্রান্তিক চাষীরা।

সুন্দরবনের পিছিয়ে পড়া গ্রাম গুলির মধ্যে অন্যতম বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম পঞ্চায়েতের গরানবোস গ্রাম। সেখানে প্রায় শতাধিক তপশিলী সম্প্রদায়ভুক্ত পরিবার বসবাস করেন।তাদের কে আধুনিক উপায়ে মাছ চাষের উপর প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নিয়েছেন নরেন্দ্রপুর শস্য-শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র ।

এছাড়াও গরানবোস গ্রামে মাছ চাষের প্রশিক্ষণ স্কুল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন শস্য শ্যাওলা কৃষিবিজ্ঞান কেন্দ্র।সেই সমস্ত মাছচাষীথের নিয়ে তিনদিনে প্রশিক্ষন শিবির শুরু হয়েছে বৃহষ্পতিবার থেকে।

প্রান্তিক কৃষকরা প্রশিক্ষন নিয়ে প্রযুক্তিগত ভাবে উন্নত মানের মাছ চাষ করে লাভবান হবেন। প্রান্তিক কৃষকরা এমন পরিষেবা পেয়ে ভীষণ উপকৃত হবেন বলে জানিয়েছেন গ্রামের মৎস্য চাষী কৃষ্ণা পড়িয়া, দিনবন্ধু দাস, বাপ্পা মণ্ডল, বিকাশ মিস্ত্রি , স্বপন মণ্ডল, নিলিমা পড়িয়া, সুচিত্রা রপ্তান, সঞ্চিতা মণ্ডলরা।

প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিঞ্জানী ডঃ নারায়ণ চন্দ্র সাহ , শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয় বস্তু বিশেষজ্ঞ ডঃ স্বগত ঘোষ ,কৃষি বিশেষজ্ঞ তপন মাইতি সহ অন্যান্য বিশিষ্টরা।