মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতির দৌরাত্মে ঘুম ছুটেছে স্থানীয় কৃষকদের

News Sundarban.com :
জুন ২৮, ২০২১
news-image

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:  বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকায় এক রেসিডেনসিয়াল হাতির দৌরাত্মে স্থানীয় কৃষকদের ঘুম ছুটেছে। এখন জমিতে ধানের চারা রোপন করা হয়েছে।এই চারা ধান খেতে প্রায় প্রতি দিনই বিকালবেলায় হাতিটি জঙ্গল লাগোয়া গ্রামের জমিতে হানা দিচ্ছে।সারারাত ধানের চারা খেয়ে ভোর নামতে জঙ্গলে ঢুকে যাচ্ছে।খানিকটা আতঙ্কে আছে কৃষকেরা । কারন হাতির সামনে পড়ে গেলে আর নিস্তার নেই।উল্লেখ্য বেলিয়াতোড়ে সামন্তমারা এলাকায় গত ৭-৮ দিন ধরেই চলছে হাতির হানা।

স্থানীয় বাসিন্দা সজল জানিয়েছেন, প্রায় প্রতি দিন বিকালের পর কাচ্ছালা জঙ্গল থেকে ১টি দাঁতাল হাতি জমিতে তাণ্ডব চালায়। আবার কোনও সময় সামন্তমারা ধবনি গ্রামে খাবার লোভে ঢুকে পড়ছে হাতিটা ।

এদিকে বাঁকুড়া উত্তর বনবিভাগ থেকে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে-

বড়জোড়া রেঞ্জে পাবয়া মৌজায়-৪টি,সাহারজোড়া-১টি,

মনোহর-৬টি,বেলিয়াতোর রেঞ্জে স্বর্গবাতি-১টি,গঙ্গাজলঘাটি রেঞ্জে সরানপুর-১টি। এই সমস্ত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

আরও দেখুন