বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মধ্যপ্রদেশে বিজেপিতে ৪৯.৫ শতাংশ ভোট পড়েছে

News Sundarban.com :
নভেম্বর ১১, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  মধ্যপ্রদেশের উপনির্বাচনে ভালো ফল করল গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের ২৮ টি আসনে উপনির্বাচনে হাজার ১৯টি আসনে জয়লাভ করেছে বিজেপি। কংগ্রেস জিতে ছে ৯টি আসনে। নির্বাচন কমিশন জানিয়েছে বিজেপিতে ৪৯.৫ শতাংশ ভোট পড়েছে এবং কংগ্রেসে ভোট পড়েছে ৪০.৫ শতাংশ।

সূত্রের খবর গত নভেম্বর মাসে মধ্যপ্রদেশের ২৮ টি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছিল। ভোটের ফলে সামান্য হেরফের এই পাল্টে যেতে পারত যে কোনো পক্ষের ভাগ্য। কিন্তু সসম্মানে জয় পেলেন শিবরাজ সিং চৌহান। বিপদ কেটে গিয়ে মধ্যপ্রদেশের কুর্সি দখলে রাখল বিজেপি।

মঙ্গলবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়। বেলা তিনটে পর্যন্ত ভোট গণনা চলে। গণনা শেষে নির্বাচন কমিশন জানিয়েছে মধ্যপ্রদেশের ২৮ টি আসনের মধ্যে ১৯ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ডাবরা বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী সুরেশ রাজের কাছে হার মেনেছেন বিজেপি প্রার্থী ইমারতি দেবী। মধ্যপ্রদেশের এই জয়কে জনগণের জয় বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।