মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রামোফোনের ছ’হাজার রেকর্ড সংগ্রহ করে বাঁকুড়ায় “রেকর্ড” গড়লেন দেবীপ্রসাদ

News Sundarban.com :
জুন ১৬, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া- করোনার কোপে লকডাউনে জন্য যখন রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী এবং অন্যান্য মনীষীদের সোস্যাল মিডিয়ায় জন্মতিথিতে শ্রদ্ধা জানানো হয়, তখন বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম নিত্যানন্দপুরের দেবীপ্রসাদ মন্ডল অন্য পথে হাঁটেন। তার বাড়ির আশপাশে প্রায় প্রতিদিনই কান পাতলেই শোনা যায় পুরনো দিনের গানের সুর।

দুর্গাপুরের বেনাচিতির এক আত্মীয়র বাড়ি থেকে তিনি একটি গ্রামোফোন সংগ্রহ করেছিলেন। একই সঙ্গে ছয় হাজারের মতো রেকর্ড তিনি সংগ্রহ করেছেন। জেলা এবং ভিন জেলা থেকে কয়েক দশক ধরে সংরক্ষণ করলেও যত্নের অভাবে নষ্ট হচ্ছে এই সমস্ত মূল্যবান রেকর্ডগুলি।

এ যেন মিউজিয়াম হয়ে উঠেছে দেবীপ্রসাদ বাবুর বাড়ি। যদিও তিনি প্রতিদিনই আশঙ্কার মেঘ দেখেন কবে এই সমস্ত রেকর্ডগুলি ধ্বংসের পথে চলে যাবে। তাই তিনি চান তার সংগ্রহ করা রেকর্ড বাঁচুক এবং স্বপ্ন বাঁচুক।