শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাখি বন্ধন উৎসব উপলক্ষে চেতলাতে মাস্ক বিতরণ করলেন ফিরহাদ হাকিম

News Sundarban.com :
আগস্ট ৩, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  করোনা আবহের মধ্যে উপস্থিত হয়েছে রাখিবন্ধন উৎসব। অন্যান্যবারের মত এবারও রাখি পালন করা হচ্ছে। কিন্তু সমস্ত জায়গায় স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে এই রাখি উৎসব। সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে চেতলাতে নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে মাস্ক বিতরণ করলেন কলকাতা পুর নিগমের বর্তমান প্রশাসক ফিরহাদ হাকিম।

এদিন তিনি বলেন, সম্প্রীতির বার্তা নিয়ে প্রতিবছর বাংলায় রাখি উৎসব পালন করা হয়। করোনা আবহে সবাইকে রাখি পড়াতে না পারলেও মনে মনে সবার জন্য শুভকামনা রইল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে করোনায় আক্রান্ত। তাঁর আরোগ্য কামনা করি। কিন্তু ভারতের সর্বত্র লোকজন করা প্রয়োজন। বাংলার সরকার সব সময় চাইছে মানুষ নিরাপদে থাকুন। ধর্মীয় অনুষ্ঠানের থেকে মানুষের নিরাপত্তা অনেক বেশি। বাংলার সরকার তা করছে।