শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউনের কারনে রুটি রুজি হারাতে বসেছে পাথর শিল্পীরা

News Sundarban.com :
জুন ৫, ২০২১
news-image

বাঁকুড়া – বাঁকুড়ার শুশুনিয়ার পাহাড় পর্যটন কেন্দ্রের পাথর শিল্পীরা লকডাউনের কারনে রুটি রুজি হারাতে বসেছে। পাহাড়ের ঠিক পাদদেশেই শিল্পীরা ছিনি হাতুড়ি দিয়ে কেটে তৈরী করে চলে বিভিন্ন দেবদেবী, পাথরের ঘট,থালা,বাটি প্রভৃতি। আবার গ্রামের ভেতরে নয়ন কর্মকার এই পাথর শিল্পের জন্য রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছেন।সেখানের অনেক শিল্পীই বিভিন্ন রাজ্য সরকারের তরফে পুরষ্কৃত হয়েছে।

সেই পাথর শিল্প আজ লকডাউনে কারনে অন্ধকারাচ্ছন্ন। বাইরে থেকে কোন পর্যটক সেখানে যাচ্ছে না।সেজন্য বিক্রিবাটা একেবারেই নেই। শিল্পীদের অন্য কোন কাজ জানা নেই।আর সেখানে জমি বন্ধুর হওয়ার জন্য উৎপাদন বিশেষ হয়না।

অন্যদিকে শুশুনিয়া গ্রামে শিল্পীরা যে সমস্ত দেবদেবীর মূর্তি তৈরী করেন,যা বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্দিরে প্রতিষ্ঠা করা হয়,তারও চাহিদা নেই।কারন বাইরে থেকে মানষ আসতে পারছে না।সবমিলিয়ে বাঁকুড়া জেলার পাথর শিল্প এক ঘোর কালাচ্ছন্নতার মধ্য দিয়ে যাচ্ছে।