শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সাইকেল-বাইক সংঘর্ষ গুরুতর জখম ২

News Sundarban.com :
মার্চ ১৩, ২০২০
news-image

ক্যানিং -সাইকেল-বাইক মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন সাইকেল ও বাইক চালক।গুরুতর জখম হয়েছেন সাইকেল চালক পঞ্চা বারুই ও বাইক চালক শুভেন্দু নস্কর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের ২ নম্বর বালি গ্রামপঞ্চায়েতের বিরাজনগরে।স্থানীয় সুত্রে জানাগেছে এদিন সকালে শুভেন্দু নস্কর তাঁর এক অসুস্থ আত্মীয় কে নিয়ে বাইক চালিয়ে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। সেই সময় অপর দিক থেকে সাইকেল চালিয়ে বাড়ীতে ফিরছিলেন পঞ্চা বারুই। দুজনের অসতর্কতা এবং রাস্তা ছোট হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সাইকেল চালক ও বাইক চালক গুরুতর জখম হলেও বাইকের পিছনে বসে থাকা অসুস্থ মহিলা বাইক থেকে ছিটকে পড়ে গেলেও তার কোন আঘাত লাগেনি।অন্যদিকে স্থানীয় লোকজন দুজন কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।সাইকেল ও বাইক চালকের আঘাত গুরুতর হওয়ায় তাদের অবস্থার অবনতি হলে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা দুজনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চা বারুই ও শুভেন্দু নস্কর।