শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জুন-আগস্ট এই তিন মাস বেতন নেবেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

News Sundarban.com :
জুন ১, ২০২১
news-image

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ত্যান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন ও মন্ত্রিপরিষদের মন্ত্রীরা জুন-আগস্ট এই তিন মাস বেতন নেবেন না। করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য দেশটির সামনের সারির কর্মী ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশে এ সিদ্ধান্ত নেন তারা।

তাদের এই বেতনের অর্থ করোনা সংক্রান্ত ব্যয় মোকাবেলার জন্য গঠিত জাতীয় দূর্যোগ ত্রাণ তহবিলে প্রেরণ করা হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার জনগণ ও ব্যবসায়ীদের সহযোগিতার জন্য পেমারকাসা প্লাস নামে নতুন অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার সময় এ তথ্য জানান তিনি।

সকল স্তরে প্রচেষ্টা ও দায়বদ্ধতা পালনের প্রশংসা করে তিনি বলেন, জনগণের মাধ্যমে মহামারি মোকাবিলার পদ্ধতিতে সরকার জোর দেয়া অব্যাহত রাখবে।

এ দিকে মঙ্গলবার থেকে মালয়েশিয়ায় দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর হতে যাচ্ছে। এ প্রসঙ্গে মুহিউদ্দিন বলেন, ‘লকডাউন কার্যকর করার সিদ্ধান্তটি কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। এর সফলতা আপনাদের ও সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর নির্ভর করছে। তাই করোনাভাইরাসের সংক্রমণের শেকল ভাঙতে সরকার সব অর্থনৈতিক ও সামাজিক খাত বন্ধ করে দিয়েছে।’