মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩০ অক্টোবরের মধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের সমস্যার সমাধানের নির্দেশ নবান্নর

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২১
news-image

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ব্যাঙ্কের নথি সংক্রান্ত গোলমাল সহ অন্যান্য কারণের জেরে লক্ষীর ভান্ডার প্রকল্পে যেসব মহিলার অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তারা যাতে দ্রুত ওই প্রকল্পের অর্থ সাহায্য পান রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে লক্ষীর ভান্ডার প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন।

সেখানে তিনি ৩০ এ অক্টোবরের মধ্যে এ বিষয়ে যাবতীয় সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।  সেপ্টেম্বর মাস থেকেই তাতে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। অভিযোগ, সরকারি তহবিল থেকে টাকা পাঠিয়ে দেওয়া হলেও এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি।

আবেদন জমা দেওয়ার সময় ব্যাঙ্কের নথি ও বিবরণে কিছু ভুল থাকার কারণেই এই টাকা আটকে আছে বলে খবর।