শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে স্কুটারে করে নবান্নে মমতা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৫, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: ১৪ বছর পর স্কুটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদে সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ব্যাটারিচালিত ই-স্কুটারে করে নবান্নে যাচ্ছেন তিনি। বাইক চালাচ্ছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ই-স্কুটার মিছিলে চোখে পড়ল না কোনও দলীয় পতাকা। অর্থাৎ বার্তাটা থাকল তৃণমূল সুপ্রিমো নয়, এই প্রতিবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব তৃণমূলের প্রতিবাদের হাল ধরলেন প মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনব কায়দায় প্রতিবাদ করলেন। মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায়, পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু সিদ্ধান্ত অবিচল মমতা নীল হেলমেট পরেই ববি হাকিমের স্কুটারে চড়লেন।

গত শনি-রবিবার বেহালা, যদুবাবুর বাজার অঞ্চল, উত্তর কলকাতায় মিছিল করেছে তৃণমূল। আজ তাদের প্রতিবাদ সমাবেশ ছিল হাজরায়। এদিন প্রতিবাদ সভা থেকেই নবান্ন যাওয়ার পথে ব্যাটারিচালিত স্কুটিতে চড়ে বসেন জননেত্রী মমতা। স্বভাবতই মমতাকে ঘিরে জনতার আগ্রহ ছিল চোখে পড়ার মতো।