শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেকর্ডসংখ্যক করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে ভারতে

News Sundarban.com :
নভেম্বর ৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: রেকর্ডসংখ্যক করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে ভারতে। গোটা বিশ্বের মতো ভারতেও রীতিমত ত্রাস ছড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। প্রতিদিন প্রতি মুহূর্তে মারণ ভাইরাসে সংক্রমিত হচ্ছেন বহু মানুষ।

সংক্রমণের প্রথমদিকে বলা হয়েছিল যত বেশি পরীক্ষা করা হবে, ততবেশি সংক্রমণ ধরা পড়বে। ইতিমধ্যে ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ১১.৮৫ কোটি। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৮.৩৫ লক্ষ করোনা পরীক্ষা করা হয়েছে।

করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে। সংক্রমণ ধরা পড়লেই তার চিকিৎসা করা হচ্ছে। ফলে সুস্থ হচ্ছেন অনেকেই। ভারতে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ লক্ষ ১৭ হাজার ৩৭৩ জন। ভারতে সুস্থতার হার ৯২.৫৬ শতাংশ। সেইভাবে আক্রান্তদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

ভারতে করোনা আক্রান্ত ১লক্ষ ২৬ হাজার ৬১১ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৯০ জনের।