বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শাড়ি-কাব্য

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০২১
news-image

শাড়ি-কাব্য

শান্তা মারিয়া

 

প্রতিটি শাড়ির নিজস্ব ব্যক্তিত্ব আছে।

বাক্সবন্দি শাড়ির শিকল

অবিরাম বাজে ঝমঝম

শাড়ি-কাব্য শাড়ির কাহিনি

সাদা থান, লাল বেনারসী।

নীল কাতানের কোমল জমিন জুড়ে

শুয়ে আছে মেজ আপা

তার সারা দেহে,

ঘাঁটি গাড়ে কর্কটের দুর্দান্ত শিকড়।

জামদানী ভাঁজে ভাঁজে মেলে দেয়

দাদীর ধূসর চোখে ভাসমান

যাবতীয় গহন পিপাসা।

জর্জেটে উড়িয়ে দিয়ে সমস্ত আকাশ

বিদ্রোহী ছোটবু অবশেষে

রঙচঙে হরতনী বিবি।

হলুদের দাগধরা সুতির ছাপায়

অবিরল পাক খায় মায়ের সুবাস।

তাঁতের আঁচল জুড়ে উঁকি দেয়

প্রীতিলতা, ইন্দিরা, সরলা

নীলাম্বরী, বালুচরী প্রবাহিত সমস্ত জীবন।

শাড়িরা আলাপ করে

পাঠ করে মহাকাব্য

প্রতিটি শাড়ির নিজের কথন আছে,

মোহনীয় প্রেমতৃষ্ণা, নিজস্ব অরণ্য

তবু বারো হাতে সীমাবদ্ধ শাড়ির পৃথিবী।