শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

SFI-DYFI বাঁকুড়া দক্ষিন লোকাল কমিটির উদ্যোগে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালিত

News Sundarban.com :
আগস্ট ১২, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) বাঁকুড়া দক্ষিন এরিয়া কমিটির অন্তর্গত জগদল্লা ২ নং পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ঝরিয়া গ্রামে করোনা ভাইরাস সচেতন প্রচারপত্র ও মাস্ক বিলি করা হয়।এই কর্মসূচী কে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।তারা বলেন গ্রামে বিভিন্ন ধরনের অনেক রাজনৈতিক দলের কর্মী আছেন কিন্তু তাঁরা কোনোদিন মানুষকে এই মহামারী থেকে সচেতনতামূলক কোনো কথায় বলেনি।মাত্র ৭% পাওয়া দলের পক্ষ থেকে এই কর্মসূচী তাঁদের আশা জাগাচ্ছে নতুন করে।এই কর্মসূচীতে অংশগ্রহন করেন শ্রমিক আন্দোলনের নেতা কমরেড উজ্জ্বল সরকার, অনাথ বন্ধু ঘোষ।

এছাড়াও ক্ষুদিরামের ১১৩ তম আত্মবলিদান দিবস পালিত হয় SFI-DYFI বাঁকুড়া দক্ষিন লোকাল কমিটির উদ্যোগে। প্রথমেই DYFI এর পতাকা উত্তোলন করেন দক্ষিন লোকাল কমিটির সম্পাদক কমরেড গনেশ দে।ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্য দান করা হয়।মাল্য দান করেন কমরেড গনেশ দে,সুজয় পাল (SFI- বাঁকুড়া জেলা সভাপতি), বাবলি কর্মকার, রাজীব ঘোষ আরো অনেকে।পরে একটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন কমরেড সুজয় পাল ও কমরেড উজ্জ্বল সরকার। কমরেড সুজয় পাল বলেন আজ থেকে ১১৩ বছর আগে ক্ষুদিরামের মতো মাত্র ১৮ বছরের একটি ছেলে নিজের জীবন বলিদান দিয়েছিলেন দেশ থেকে ইংরেজ সাম্রাজ্যবাদকে মুক্ত করে স্বাধীন করার জন্য।আর আজ স্বাধীনতার ৭৪ বছর পর দেশের শাসক দেশটাকে পুঁজিপতিদের হাতে বিক্রি করে দিতে চাইছেন।আবার আমাদের স্বাধীন ভারত কে পরাধীন করতে চাইছেন এর বিরুদ্ধে নতুন প্রজন্মের ছাত্র যুবদের এগিয়ে আসতে অনুরোধ করেন। কমরেড উজ্জ্বল সরকার বলেন দেশের প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারতের নামে ভারতবর্ষ কে পিছিয়ে দেবার যে চক্রান্ত তা একদিন এই সমাজের যুব রা ব্যার্থ করবেন বলে আশা রাখেন এবং ক্ষুদিরাম দের মতো স্বাধীনতা সংগ্রামীরা যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেরকম ভারত গড়বেন।