শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিছিয়ে গেল বিজেপির রথযাত্রার তারিখ

News Sundarban.com :
অক্টোবর ২২, ২০১৮
news-image

পিছিয়ে গেল বিজেপির রথযাত্রার তারিখ।৩ ডিসেম্বরের বদলে তা শুরু হবে ৫ ডিসেম্বর। বিজেপি সূত্রে খবর, প্রায় ৪৫ দিন রাজ্যে রথ চলবে। এক-এক দিনে রথ কম করে তিনটি বিধানসভা এলাকায় ঘুরবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রাজস্থানে ভোট নিয়ে ব্যস্ত থাকার জন্য অমিত শাহ ৩ ডিসেম্বর আসতে পারবেন না। সেই জন্যই এই পরিবর্তন।
ডিসেম্বর মাসের ৫, ৭ এবং ৯ তারিখ রাজ্যজুড়ে মোট ৪২টি লোকসভা কেন্দ্রে ঘুরবে এই রথ। এই রথযাত্রায় থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজস্থানে নির্বাচন সংক্রান্ত কাজে অমিত শাহ ব্যস্ত থাকবেন। সেজন্যই তারিখের পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। রথযাত্রা উপলক্ষে রাজ্যে আসবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। তবে তারা সভায় অংশ নেবেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বিজেপির দিল্লি দখলের মূল প্রচার শুরু হবে ব্রিগেডের ওই সভা থেকেই। প্রায় ৪৫ দিন রথযাত্রার পর জানুয়ারির শেষ সপ্তাহে ব্রিগেডে সভা করবে বিজেপি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে কমপক্ষে ২০ জন কেন্দ্রীয় মন্ত্রীর।